বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষকে বরণ করে নিতে গত ১৭ মে শনিবার হাজারো মানুষের ঢল নামে জ্যামাইকা, কুইন্সের অ্যাবিগেল অ্যাডামস এলিমেন্টারি স্কুলের অডিটরিয়ামে।
হ্যালো ২৪ ইউএসএ আয়োজন করেছে বাংলা বর্ষবরণ ও বৈশাখী মেলা-১৪৩২, নিউ ইয়র্কের জ্যামাইকায় এলিমেন্টারি স্কুলের সুবৃহৎ ক্যাফেটেরিয়ায় সর্বমোট ২২টি স্টলে সুসজ্জিত হয় বৈশাখী মেলা-১৪৩২। প্রথম পর্বে মরিয়ম মারিয়া মিউজিক স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় শিশু কিশোরদের নাচ, গান ও আবৃত্তি পরিবেশিত হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শিরিন বকুল ও অভিনেতা তানভীরের উপস্থাপনায়, সংগীত শিল্পী রিজিয়া পারভীন, প্রতীক হাসান, শাহ-মাহবুব, নিপা জামান, চন্দন চৌধুরী, ক্লোজ আপ তারকা আরিফ, সজীব ও মরিয়ম মারিয়া সঙ্গীত পরিবেশন করেন এছাড়াও আবৃত্তি পরিবেশন করেন সমাজসেবক ও ব্যবসায়ী আহসান হাবীব।
বাংলা বর্ষবরণ ও বৈশাখী মেলা-১৪৩২ অনুষ্ঠানের আহবায়ক ছিলেন বাংলাদেশের বর্তমান প্রজন্মের জ্যামাইকা হিলসাইডে মরিয়ম মারিয়া মিউজিক স্কুলের প্রতিষ্ঠাতা ও শিক্ষক ও কন্ঠশিল্পী মরিয়ম মারিয়া।

হ্যালো ২৪ ইউএসএ’র বাংলা বর্ষবরণ ও বৈশাখী মেলা আয়োজিত
Leave a comment