নিউ ইয়র্ক স্টেট এর জনপ্রিয় হোমকেয়ার কর্মসূচি ু সিডিপ্যাপকে একটি মাত্র কোম্পানির মাধ্যমে সেবা প্রদানে নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফহেলথের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়ের করা মামলায় গত ৭ ফেব্রুয়ারি নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্ট জাজ জেমস ফেরইরা ইনজাংশন জারীর দাবী নাকচ করে দিয়েছেন। ফলে আগামি ১ এপ্রিল স্টেট সুপ্রিম থেকে নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ তাদের আয়ত্বাধীন কনজিউমার ডিরেক্টেড পার্সোনাল অ্যাসিসট্যান্স প্রোগ্রাম (সিডিপ্যাপ) হেলথকেয়ার কর্মসুচিতে ব্যয় সঙ্কোচন এর নিমিত্ত ব্যাপক পরিবর্তন কার্যকর হচ্ছে।
এতদিন যে ৬ শতাধিক হোমকেয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে এই সিডিপ্যাপ সেবা প্রদান করা হতো, তার পরিবর্তে মাত্র ১টি কোম্পানি ু পাবলিক পার্টনারশিপ এলএলসি (পিপিএল)-এর মাধ্যমে এ সেবা প্রদান করা হবে। নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ অবশ্য ইতোমধ্যে আরো ২৪টি হোমকেয়ার প্রতিষ্ঠানকে পাবলিক পার্টনারশিপ এলএলসি (পিপিএল) কে সহযোগিতা প্রদানের জন্য অনুমোদন দিয়েছে যাদের মুলত কাজ হবে পিপিএল এর মার্কেটার হিসেবে কাজ করা যা এতোদিন পুর্বে উল্লেখিত ৬ শতাধিক হোমকেয়ার কোম্পানির কমিশনের বিনিময়ে মার্কেটাররা করত।