আগামী ২২ থেকে ২৪ আগস্ট, লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেল, নিউইয়র্কে অনুষ্ঠিতব্য এই এক্সপো দেশীয় রিয়েল এস্টেট ডেভেলপারদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের সেতুবন্ধন তৈরি করবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা। ‘নিউইয়র্ক রিহ্যাব এক্সপো ২০২৫’ ঘিরে নিউইয়র্কের বাংলাদেশি প্রবাসী মহলে ইতিমধ্যে আলোচনা হচ্ছে। আগামী আগস্ট মাসের এই তিনদিন ব্যাপী আয়োজনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলার আশা করছেন আয়োজকেরা। খুব শিগগিরই অংশগ্রহণ ও নিবন্ধনের আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানা গেছে।
এক্সপো উপলক্ষে সপ্রতি ভেন্যু পরিদর্শন করেন রিহ্যাব ফেয়ার স্ট্যান্ডিং কমিটি (আন্তর্জাতিক) চেয়ারম্যান মোঃ আলিম উল্লাহ, রিহ্যাব ডিরেক্টর ও কো-চেয়ারম্যান ইমদাদুল হক। তাদের সঙ্গে ছিলেন আয়োজক প্রতিষ্ঠান রাহিন অ্যান্ড রুহান এলএলসি-র প্রতিনিধিরাও। তারা অনুষ্ঠানের স্থান পরিদর্শনের পাশাপাশি স্থানীয় কমিউনিটি ব্যক্তিত্ব,নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি),সাংবাদিক ও বাংলাদেশি প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন।
পরিদর্শন শেষে পরিচালক ইমদাদুল হক বলেন, “এই এক্সপোর মূল লক্ষ্য হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের দেশীয় সম্পত্তি খাতে যুক্ত করা, যেন তারা বিনিয়োগ করতে পারেন এবং বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক আরও গভীর হয়।”
নিউইয়র্ক রিহ্যাব এক্সপো ২০২৫-এ অংশ নেবে বাংলাদেশের বিভিন্ন নামকরা রিয়েল এস্টেট কোম্পানি, যারা তাদের প্রকল্প ও বিনিয়োগ পরিকল্পনা তুলে ধরবেন। এছাড়া এক্সপোতে থাকবে সেমিনার, আইনি পরামর্শ, অর্থনৈতিক পরিকল্পনা এবং সংস্কৃতিক পরিবেশনায় প্রবাসী জীবন ও বাংলাদেশের মধ্যে একটি আবেগঘন সংযোগ তৈরি করবে।
কমিউনিটির একজন প্রবীণ সদস্য বলেন, “অনেকেই মনে মনে দেশে ফিরে যাওয়ার বা বিনিয়োগ করার কথা ভাবেন, কিন্তু উপযুক্ত প্লাটফর্মে অভাবে পিছিয়ে থাকেন। এই এক্সপো সেই অভাব পূরণ করবে।” বাংলাদেশ ও প্রবাসে এই দুই জগতকে এক সুতোয় গেঁথে দিতে প্রস্তুত হচ্ছে নিউইয়র্ক। আর সেই গল্পের অন্যতম মঞ্চ হতে চলেছে লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেল।

২২ আগস্ট ৩ দিনব্যাপী নিউইয়র্ক রিহ্যাব এক্সপো শুরু
Leave a comment