নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড পুনর্গঠিত হয়েছে। বাংলাদেশ সোসাইটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির মাসিক সভায় ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম।
সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পরিচলনায় সভায় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি: মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি: কামরুজ্জামান কামরুল, সহ সাধারণ সম্পাদক: আবুল কালাম ভুইয়া, কোষাধ্যক্ষ: মফিজুল ইসলাম ভুইয়া (রুমি), সাংগঠনিক সম্পাদক: ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক: অনিক রাজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক: রিজু মোহাম্মদ, সমাজ কল্যাণ সম্পাদক: জামিল আনসারী, সাহিত্য সম্পাদক: মোহাম্মদ আখতার বাবুল, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক: আশ্রাব আলী খান লিটন, স্কুল ও শিক্ষা সম্পাদক: মোহাম্মদ হাসান (জিলানী), কার্যকরি সদস্য: হারুন ও রশিদ (চেয়ারম্যান), জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, মোহাম্মদ সিদ্দিক পাটোয়ারী, আবুল কাশেম চৌধুরী, মুনসুর আহমদ ও হাছান খান।
সভায় ১২ সদস্য বিশিষ্ট নতুন বোর্ড অব ট্রাস্টি নির্বাচিত করা হয়। নবনির্বাচিত বোর্ড অব ট্রাস্টি সদস্যরা হলেন আক্তার হোসেন, কাজী আজহারুল হক মিলন, আজিমুর রহমান বুরহান, মো: আতোয়ারুল আলম, আব্দুর রহিম হাওলাদার, শাহ নেওয়াজ, ডা. এনামুল হক, জুনাইদ চৌধুরী, কাজী সাখাওয়াত হোসেন আজম, ফখরুল ইসলাম দেলোয়ার, আহসান হাবীব এবং নাঈম টুটুল।
তবে সোসাইটির ট্রাষ্টি বোর্ড পুনর্গঠন নিয়ে কমিউনিটিতে মিশ্র প্রতিক্রয়া দেখা দিয়েছে। গত ট্রাষ্টি বোর্ড নির্বাচনকে কেন্দ্র করে কার্যকরী সভায় ন্যাক্কারহনক ঘটনায় পুলিশী একশন ও মামলার কারণে দ্বিধাবিভক্ত কার্যকরী কমিটি প্রায় অকার্যকর হয়ে পড়ে। এবার গতবারের তুলনায় তেমন গর্হিত কিছু না ঘটলেও ট্রাষ্টি বোর্ড গঠনকে কেন্দ্র করে কার্যকরী কমিটির কতিপয় সদস্যের ক্ষােভ ও উষ্মাও প্রকাশ পেয়েছে যা আগামী দিনে সোসাইটির কর্মাকান্ডে প্রতািফলিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড পুনর্গঠিত, কমিউনিটিতে মিশ্র প্রতিক্রয়া
Leave a comment