নিউ ইয়র্কে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র বৈশাখী উৎসব ও ঈদ পুনর্মিলনী। ১৯ এপ্রিল বিকেল থেকে গভীর রাত অবধি রঙের মেলা জমেছিলো নিউ ইয়র্ক সিটির ব্রুকলীনে বাংলাদেশি অধ্যুষিত চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় “চট্টগ্রাম ভবন” এবং তার আশপাশের এলাকায়। ছিল যেন প্রাণের মেলা। নানা বয়সী মানুষের ভিড়ে লোকারণ্য হয়ে যায় এলাকাটি, বিশেষ করে নারীদের উপস্থিতি ছিল অবাক করার মতন। নানা সাজে সকলে সেজেছিলেন এবং সাজিয়েছিলেন। ভবনের প্রবেশদ্বারে ছিল অতি আকর্ষণীয় সাজসজ্জা, আর ভেতরে বৈশাখী এবং ঈদ এর থিম দিয়ে সাজানো হয়, যা কিনা সকলের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে। আর অতিথিরাও এসেছিলেন দূর দূরান্ত থেকে। বোস্টন, নিউজার্সি, পেনসিলভেনিয়া ,কানেক্টিকাট, ব্রঙ্কস, কুইন্স, স্ট্যাটেন আইল্যান্ড, লং আইল্যান্ড-কোনো এলাকাই বাদ পড়েনি। আর হোস্ট কাউন্টি ব্রুকলীন তো আছেই। তিল ধরণের ঠাঁই ছিল না। সকলেই মিশে গেছেন একসাথে, একাত্ম হয়েছেন মন খুলে। এমন দৃশ্য অনেকদিন দেখেননি চট্টগ্রামবাসী। বিকেলে আগত অতিথিদের আপ্যায়ণ করা হয় নানা ধরণের হাতে তৈরী পিঠাপুলি দিয়ে, ছিল মচমচে মুড়ি আর ছোলা, গরম গরম জিলাপি ছিল সুপারহিট। আর চটপটির স্ট্যান্ডে হুমড়ি খেয়ে পড়েছিলেন মেয়েরা, ছেলেরাও বাদ যাননি।সবশেষে ছিল গরমাগরম চা। শিশুদের জন্য ছিল খেলনা এবং চকলেটের ছড়াছড়ি।
মাগরিবের নামাজের পরই শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম সমিতির সভাপতি মোহাম্মদ আবু তাহের, প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহিম, সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ, কাজী শাখাওয়াত হোসেন আজম, সাবেক ট্রাস্টি বোর্ড’র কো-চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা ট্রেজারার শামসুল আলম, নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মুনির আহমেদ, মোহাম্মদ সেলিম এবং মোর্শেদ রিজভী, অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য নুরুল আনোয়ার, আবুল কাসেম চট্টলা, সাবেক নির্বাচন কমিশনার আবু তালেব চৌধুরী চান্দু, আজীবন সদস্য সারওয়ার হোসেন, সমিতির সাবেক নির্বাহী সদস্য কামাল হোসেন মিঠু , সাবেক অডিট কমিটির সদস্য ইব্রাহিম দিপু, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর, সংগঠক সৈয়দ অম বাবর, সৈয়দ হেলাল মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠানে গভর্নর ও ডেপুটি গভর্নরকে সেন্টারের স্মারক প্রদান করা হয় এবং অংশগ্রহণ কারীগন দেশের কাজে গভর্নরের সফলতা কামনা করেন।

চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র বৈশাখী উৎসব ও ঈদ পুনর্মিলনী
Leave a comment