দুই যুগের বেশি সময় ধরে রিয়েল এস্টেট ও মর্টগেজ ব্যাংকার হিসেবে আমার ব্যবসায়িক জীবন হলেও বাংলাদেশ সোসাইটি ট্রাস্টের বোর্ডের সদস্য হওয়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। প্রবীণদের অভিজ্ঞতা, নবীনদের তারন্যের উদ্দীপনার মাধ্যমে নতুন একটি মাইলফলক সৃষ্টি করে বাংলাদেশ সোসাইটিকে আমি এগিয়ে যাব। সম্প্রতি ব্রুকলিনের ম্যাকডোনাল্ড এভিনিউর রাঁধুনি রেস্তরায় বৃহত্তর নোয়াখালীবাসীর পক্ষ থেকে থেকে তার জন্য আয়োজিত এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য এইসব কথা বলেন বিশিষ্ট রিয়েল এষ্টেট ব্যবসায়ী ও সমাজসেবক, বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্কের সদ্য নির্বাচিত বোর্ড অফ ট্রাষ্ট্রির সদস্য নাঈম টুটুল।
নাঈম টুটুল আরো বলেন, প্রবাসের ২৭ বছর জীবনের মধ্যে আমার বেড়ে উঠা এই ব্রুকলিনে। এখনও ঘুম থেকে উঠলে এই জনপদের মানুষের মুখগুলো আমার চোখের সামনে ভেসে উঠে। আমি ব্যক্তিগতভাবে ক্রিস্টাল ক্রিয়ার কর্মকান্ডের পাশাপাশি আপনাদের প্রচন্ড ভালোবাসায় উত্তর আমেরিকায় বাংলাদেশীদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি, নিউ ইয়র্কের ট্রাস্টি বোর্ডের সদস্য হতে পেরেছি উল্লেখ করে দল মত নির্বিশেষে সকলের প্রিয় নাঈম টুটুল আরো বলেন, আমার সবচেয়ে বড় পরিচয়, আমি নোয়াখাইল্লা, আমি ব্রকলিনের মানুষ এবং আমি বাংলাদেশী। আপনাদের এই ভালোবাসাই আমার মুল শক্তি।
প্রচন্ড আত্মবিশ্বাস নিয়ে দীপ্ত কণ্ঠে নাঈম টুটুল আরো বলেন, আজ সংবর্ধনার মাধ্যমে আপনাদের প্রচন্ড ভালোবাসায় শিক্ত হলেও আমি মনে করি আমার দায়িত্ব পালন শুরু হয়ে গিয়েছে। আমি আমার সর্বশক্তি উৎসর্গ করে ট্রাস্টি বোর্ডের দায়িত্ব পালনের মাধ্যমে আপনাদের হৃদয়ে স্নেহের স্থানটি অক্ষুন্ন রাখবো। কখনো মলিন হতে দিব না।
বৃহত্তর নোয়াখালীবাসীর ঐক্য এবং সমৃদ্ধ বাংলাদেশ কামনায় দল, মত, অঞ্চল নির্বিশেষে সারাদেশে বিভিন্ন জেলা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রবাসী নেতা সহ প্রবাসী গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত থেকে অনেকে বক্তব্য রাখেন। নৈশভোজে আপ্যায়নের মাধ্যমে সংবর্ধনা সভার সমাপ্তি ঘটে।

নিউ ইয়র্কে বৃহত্তর নোয়াখালীবাসীর সংবর্ধনায় সিক্ত হলেন নাঈম টুটুল
Leave a comment