কমিউনিটির পরিচিত মুখ, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী বেলাল চৌধুরী ও ফ্রেন্ডস সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সাংগঠনিক সম্পাদক ইফজাল চৌধুরীর মা সায়রা খানম চৌধুরীর জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়েছে।
মরহুমার নামাজে জানাজা বৃহস্পতিবার (১৫ মে) বাদ জোহর নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারে অনুষ্টিত হয়। এতে কমিউনিটি নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেন। জানাজার আগে বেলাল চৌধুরী ও ইফজাল চৌধুরী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং তার মায়ের জন্য সবার দোয়া কামনা করেন। পরবর্তীতে অপরাহ্নে তার মরদেহ নিউজার্সীর পেটারসনের কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, বুধবার (১৪ মে) নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসের মন্টিফিউর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিলো ৭৩ বছর। মৃত্যুকালে তিনি ৫ পুত্র ও ৬ কন্যা এবং নাতি-নাতনী সহ বহু আত্নীয়স্বজন রেখে যান। জানা যায়, সায়রা খানম চৌধুরী শারীরিক অসুস্থতার জন্য বিগত ৯/১০দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকাল ৬টা ১৫ মিনিটে তিনি হাসপাতালেই শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

বেলাল চৌধুরী ও ইফজাল চৌধুরীর মায়ের জানাজা ও দাফন সম্পন্ন
Leave a comment