যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে দুদিনব্যাপী ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’। এতে অংশ নিয়েছেন ভারত, বাংলাদেশ ও প্রবাসের কবি-সাহিত্যিক-লেখক ও মানবাধিকার সংগঠকেরা।
‘একাত্তরের প্রহরী’ নামে একটি সংগঠন আয়োজনে এ মেলায় আছে ডজনখানেক স্টল, যেখানে দেশ ও প্রবাসের লেখকদের প্রকাশিত বইয়ের পাশাপাশি ইতিহাসভিত্তিক গবেষণাবই প্রদর্শন করা হচ্ছে। শনিবার কুইন্সের একটি পার্টি হলে মেলার উদ্বোধন করেন কবি-লেখক বেলাল বেগ। অতিথি হিসেবে বক্তব্য দেন লেখক তসলিমা নাসরিন।
মেলায় প্রবর্তিত এবারের সাহিত্য পুরস্কার পেয়েছেন সাহিত্যিক ও কলামনিস্ট সেজান মাহমুদ। তার হাতে সম্মাননা পদক তুলে দেন মেলা কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা নুরুন্নবী ও জিনাত নবী।
মেলায় আরও উপস্থিত ছিলেন বইমেলার সদস্য-সচিব স্বীকৃতি বড়ুয়া, আবৃত্তিশিল্পী গোপন সাহা, মুক্তিযোদ্ধা তাজুল ইমাম ও ফকির ইলিয়াস।
মেলার জন্য গঠিত কমিটির কর্মকর্তাদের মধ্যে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আব্দুল কাদের মিয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. ফজলুল হক, পার্থ ব্যানার্জি, ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার দিলীপ নাথ, রানা হাসান মাহমুদ, এ বি এম নাসের, দস্তগীর জাহাঙ্গির ও জাকারিয়া চৌধুরী।
মুক্ত আলোচনা সঞ্চালনা করেন মিনহাজ আহমেদ সাম্মু। গোপন সাহা, সাবিনা শারমিন ও তাহরিনা পারভিন প্রীতির উপস্থাপনায় উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন আল আমিন বাবু এবং জাতীয় সঙ্গীতে নেতৃত্ব দেন নিলোফার জাহান। জাগরণী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী দিনাত জাহান মুন্নি।
মেলায় আরও আয়োজনের মধ্যে ছিল মুক্তিযুদ্ধের ডাকটিকেট প্রদর্শনী, একাত্তরের বীরাঙ্গনাদের ওপর নির্মিত ‘জননী-৭১’ ও আবৃত্তি পর্ব।

নিউ ইয়র্কে চলছে ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’
Leave a comment