নিউ ইয়র্কে ডেফোডিল গ্রুপের সিইও ড. মোহাম্মদ নুরুজ্জামান এবং বাংলাদেশ ন্যাশনাল টিমের ফাস্ট বোলার মো. সহিদুল ইসলামেরকে গণ সংবর্ধনা দিয়েছে কুমিল্লা সোসাইটি অব ইউএসএ। গত ৩১ মে শনিবার রাতে ব্রঙ্কসের নিউ ইয়র্ক সিনিয়র এডাল্ট ডে কেয়ার হলে প্রবাসী কুমিল্লা জেলাবাসী আনন্দঘন পরিবেশে এই সংবর্ধনা প্রদান করে।
অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষাবিদ ড. মোহাম্মদ নুরুজ্জামান এবং কৃতি ক্রিকেটার মো. সহিদুল ইসলামকে আয়োজকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয়। সংগঠনের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ ও সাবেক সাধারণ সম্পাদক এইচ এম মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আবুল খায়ের আখন্দ, প্রধান নির্বাচন কমিশনার আবুল বাশার মিলন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মুন্সী, সহ সভাপতি মাষ্টার সিরাজুল ইসলাম ও মোয়াজ্জেম হোসেন, সাবেক সভাপতি হাজী খবির উদ্দিন ভুঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা সালামা সুমি, বিশিষ্ট রাজনীতিবিদ আবদুর রহিম বাদশাহ, খলিল বিরিয়ানীর সিইও খলিলুর রহমান, প্রিন্সিপাল মো. ছানাউল্লাহ, প্রফেসর আব্দুল করিম, প্রফেসর মফিজুল ইসলাম, সাবেক ব্যাংক কর্মকর্তা আতিকুর রহমান, সাবেক ছাত্রনেতা রেজা আবদুল্লাহ, কমিউনিটি এক্টিভিস্ট কাজী রবিউজ্জামান, কামাল হোসেন, বিল্লাল হোসেন, নুরে আলম জিকু, বিজয় কৃষ্ণ সাহা, বিপ্লব রাশিয়া, সাবেক চেয়ারম্যান সহিদ উল্লাহ চৌধুরী, স্বপন মাষ্টার প্রমুখ। অনুষ্ঠানে কুমিল্লা জেলাবাসী ছাড়াও নিউ ইয়র্কের নানা শ্রেণী-পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

সহিদুল ইসলামকে কুমিল্লা সোসাইটি অব ইউএসএর সংবর্ধনা
Leave a comment