স্টেটের আলবেনিতে অ্যাসেম্বলি মেম্বার ও সিনেট সদস্যদের পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহায় নিউ ইয়র্ক জুড়ে স্কুলগুলোতে ছুটির দাবি জানিয়েছেন বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ-বাগ সদস্যরা। স্টেইটের আলবেনিতে অ্যাসেম্বলি মেম্বার ও সিনেট সদস্যদের কাছে এ দাবি তুলে ধরেন তারা।
আট বিল পাসের দাবি
১১তম অ্যাডভোকেসি ডেতে এমন আরও আটটি বিল পাসের দাবি জানান ‘বাগ’ সদস্যরা। এর মধ্যে রয়েছে স্কুলগুলোতে মুসলমানদের কথা বলার স্বাধীনতা, মুসলিমদের ব্যাংকিং বিল রাইটস ও মুসলিম অ্যাডভাইজরি কাউন্সিল গঠন। মুসলিম কমিউনিটির নানা সমস্যা সমাধানে আইনপ্রণেতাদের কাছে নিজেদের অধিকারের কথাও জানায় বাগ।
আমেরিকায় তরুণ মুসলিম প্রজন্ম অকুতোভয়। যে বয়সে বইয়ে বা গেমে ডুবে থাকার কথা, সে সময় তারা নিউ ইয়র্কের স্টেইট সিনেটর, অ্যাসেম্বলি সদস্যদের কাছে তুলে ধরেন নিজেদের অধিকারের কথা। জানান মুসলিম কমিউনিটির নানা দাবি। বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে তারা নিজেদের দাবিগুলো পেশ করেন।
স্টেইটের মুসলিম কমিউনিটির অধিকার নিয়ে কাজ করে থাকে বাগ।
এবার নিউ ইয়র্কের প্রায় আট লাখ মুসলিমের অধিকার আদায়ে ১১তম বারের মতো লবি ডেতে তারা উত্থাপন করে আটটি বিল, যার মধ্যে অন্যতম পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহায় পুরো স্টেইটজুড়ে স্কুলগুলোতে সরকারি ছুটি। এমন দাবি সমর্থন করছেন জনপ্রতিনিধিরা।

দুই ঈদে স্কুলে ছুটি চান বাংলাদেশি আমেরিকানরা
Leave a comment