নিউ ইয়র্কে তিনদিন ব্যাপী ‘কৃষ্টি থিয়েটার ফেস্টিভ্যাল’ শুরু হতে যাচ্ছে ২৭ জুন থেকে। জ্যামাইকার সেন্টার ফর আর্টস অ্যান্ড লার্নিং (১৬১-৪ ঔধসধরপধ আব, ঔধসধরপধ, ঘণ ১১৪৩২) মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে। নাটকের মাধ্যমে সমাজ গঠন এবং বহুজাতিক সমাজে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে জীবনঘনিষ্ঠ নাটক মঞ্চায়নের গুরুত্ব সম্পর্কে অবহিত করতে এই উৎসবের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে এটি বাঙালি সংস্কৃতিকে বিশ্বে তুলে ধরার একটি প্রচেষ্টা। বাংলাদেশের মঞ্চনাটকের পরিচিত মুখ, প্রয়াত নাট্যব্যক্তিত্ব ইশরাত নিশাতের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে এ উৎসবটি। উৎসবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং বাংলাদেশের বিভিন্ন নাট্যদল অংশ নেবে। পাশাপাশি ‘বাংলা নাটকের চেনা-অচেনা অভিমুখ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। নাট্যকার ও পরিচালক মিথুন আহমেদের সঞ্চালনায় এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন কবি-নাট্যকার ও অনুবাদক বদরুজ্জামান আলমগীর। আলোচক হিসেবে থাকবেন অধ্যাপক আব্দুস সালাম, অভিনেতা-পরিচালক রোকেয়া আক্তার বেবি, এবং নাট্যগবেষক ও লেখক ড. বাবুল বিশ্বাস।
উৎসব ঘিরে ইতোমধ্যেই প্রবাসী নাট্যকর্মী, সাংস্কৃতিক সংগঠক, অভিনেতা-অভিনেত্রী, নাট্যকার, পরিচালক, প্রযোজক, শিল্পী ও সাহিত্যিকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। তাঁদের বিশ্বাস, সৃষ্টিশীল নাট্যকর্মীদের এ সমন্বিত প্রয়াস থেকে দর্শক-শ্রোতা অনেক নতুন অভিজ্ঞতা ও অনুপ্রেরণা লাভ করবেন।

শুরু হলো তিনদিন ব্যাপী ‘কৃষ্টি থিয়েটার ফেস্টিভ্যাল’
Leave a comment