নাজমুল আহসান : অবশেষে আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের ডেমোক্রেটিক প্রাইমারীতে নিকটতম প্রতিদ্বন্ধী নিউ ইয়র্ক ষ্টেটের সাবেক গভর্ণর এন্ড্রু কুমোকে হারিয়ে দলের প্রার্থী নির্বাচিত হয়েছেন বর্তমানে নিউ ইয়র্ক ষ্টেটের এসেম্বলীম্যান জোহরান মামদানী। নিউ ইয়র্ক সিটি মেয়র পদে নভেম্বেরর চুড়ান্ত নির্বাচনে জোহরান মামদানীর প্রতিদ্বন্ধি হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র এরিক এডামস, যিনি একজন ডেমোক্রেট হয়েও প্রাইমারীতে অংশ গ্রহণ করেন নি। পাশাপাশি প্রাইমারীতে সুম্পষ্ট ব্যবধানে হেরে যাওয়ার পর এন্ড্রু কুমো পুর্বে ঘোষণা দেওয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যালটে থাকবেন কিনা কিনা তা এখনো নিশ্চিত নয়। কুমো নানা হিসেব নিকেশ করে দেখছেন। তবে সবচেয়ে উল্লেখের বিষয় হচ্ছে নিউ ইয়র্কের যে সকল ব্যবসায়ী, শ্রমিক ইউনয়ন ও ধনকুবেররা প্রাইমারীতে কুমোকে বিপুল অর্থ দিয়ে সমর্থন আর সহযোগিতা করেছিলেন, তাদের বেশিরভাগই কুমোকে ক্ষান্ত হওয়ার পরামর্শ দিচ্ছেন। তাঁদের সমর্থন এবার এরিক এডামসের জন্য, বিশেষ করে ধনকুবের বিলিয়নরাররা। এঁদের মধ্যে একজন হেজফান্ড বিলিয়নার মি. একম্যান, যিনি এন্ড্রু কুমোকে ৫ লক্ষ ডলার দিয়ে প্রাইমারী নির্বাচনে সহায়তা করেছিলেন, তিনি কুমোকে আর নির্বাচনে না যাওয়ার পরামর্শ দিয়ে প্রকাশ্যে বর্তমান মেয়র এরিক এডামসকে সমর্থন দিয়েছেন। মি. একম্যান জানিয়েছেন, জোহরান মামদানীর মেয়র পদে বিজয় ঠেকানোর জন্য যত অর্থ প্রয়োজন তিনি দেবেন এবং তাঁর মতে এসময় একমাত্র এরিক এডামসই পারেন নভেম্বরে জোহরান মামদানীর বিজয় ঠেকাতে।
নির্বাচনী তহবিল সংগ্রহে বেশ পিছিয়ে পড়া মেয়র এরিক এডামসের জন্য বিলিয়নার একম্যান যেন দেবদুত হিসেবে আবিভুর্ত হয়েছেন। নির্বাচনী তহবিল সংগ্রহে অনিয়মের কারণে ম্যাচিং ফান্ড থেকেও বঞ্চিত এরিক এডামস, যদিও মামলার হুমকি দিয়েছেন ম্যাচিং ফান্ড ফিরে পাওয়ার জন্য। তবে মামলায় জিতেন বা হারেন, জোহরান মামদানীর বিরুদ্ধে লড়াইয়ে এরিক এডামসের নির্বাচনী তহবিলে আর সঙ্কট থাকছেনা। শধু মি. একম্যানই নন, আরো কয়েকজন ধনকুবেরও এরিক এডামসকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন কারণ তারা মনে করেন জোহরান মামদানী মেয়র নির্বাচিত হলে তাঁদের পক্ষে নিউ ইয়র্কে বসবাস সম্ভব নাও হতে পারে। ডেমোক্রেটিক প্রাইমারীর পরপরই মেয়র এডামস তাঁর নির্বাচনী প্রকারণা শুরুও করে দিয়েছেন নিজেকে সিটির ব্লু কলার শ্রমিকদের বন্ধু হিসেবে পরিচয় দিয়ে। আক্রমন করতে শুরু করেছেন জোহরান মামদানীর বিভিন্ন র্কর্মসূচির বিরুদ্ধে। যেমন ফ্রী বাস, বাড়ী ভাড়া ফ্রিজ করে দেওয়া, সিটির অধীনে পরিচালিত গ্রোসারী স্টাের ইত্যাদি। মেয়র এডামস বলেছেন নিউ ইয়র্কবাসী জানে, কে তাদের বেশী হিতাকাঙ্খী , কে বেশী যোগ্য তাই নভেম্বের তাঁরা ভুল করবেন না। তিনি আরো বলেন কোন ফ্রি সেবাই মর্যাদাপুর্ণ নয়। মেয়র পদে একজন রিপাবলিকান প্রার্থীও আছেন, আছেন আরো একজন ঘোষিত স্বতন্ত্র প্রার্থী। তা সত্ত্বেও মূল লড়াই হবে আবারও দুই ডেমাক্রেট এরিক এডামস ও জোহরান মামদানীর মধ্যে। নিউ ইয়র্ক সিটিতে প্রতি ১০ জন ভোটারের মধ্যে ৮ জনই ডেমাক্রেট হিসেবে তালিকাভুক্ত।

বিলিয়নারদের অর্থে জোহরান মামদানীর বিরুদ্ধে মেয়র পদে এরিক এডামসের লড়াই শুরু
Leave a comment