শাহ্ জে চৌধুরী
সম্প্রতি একটি খবর পড়েছি, যেখানে দেখা গেছে ‘বাংলাদেশি’ পরিচয়ধারী কিছু মানুষ বিদেশের মাটিতে সন্ত্রাসী গোষ্ঠীর হয়ে অর্থ জোগাড় করছে। এমনকি ভয়ঙ্কর জঙ্গি সংগঠন আইএস-এর সেলের জন্য তহবিল সংগ্রহ ও সহযোগিতা করছে। খবরটি শুধু মর্মান্তিক নয়, লজ্জাজনকও।
আমাদের মতো একটি দেশের সন্তান হয়ে-যে দেশের জন্মই হয়েছে অন্যায়-অবিচারের বিরুদ্ধে, লাখো শহীদের রক্ত আর মা-বোনদের ত্যাগের বিনিময়ে-কীভাবে কেউ এমন বিশ্বাসঘাতকতার পথ বেছে নিতে পারে?
সন্ত্রাস কোনো ধর্ম শেখায় না। ইসলামও শেখায় না। তবু ধর্মের ভুল ব্যাখ্যা আর জিহাদের নামে মানুষ হত্যা, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকে ‘পুণ্য’ মনে করা যে কত বড় অজ্ঞতা ও বিপদ-এদের দেখলে তা বোঝা যায়।
অথচ বাংলাদেশের জন্য যারা সত্যিকারের শহীদ হয়েছেন, তাঁরা এ দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন। আর এরা আজ নিজের জন্মভূমির নাম নিয়ে বিদেশের মাটিতে ভয় আর রক্তের বীজ বুনছে। এটা শুধু অন্যায় নয়-এটা পাপ, এটা দেশদ্রোহিতা।
আমরা চাই-প্রশাসন কঠোর হাতে এদের চিহ্নিত ও শাস্তি দিক। আমাদের সমাজ, বিশেষ করে তরুণ প্রজন্মকে সচেতন করা হোক। মসজিদ-মাদ্রাসা-স্কুল-পরিবারে বোঝানো হোক, মানবতা হত্যা কখনো ঈমানদারীর কাজ হতে পারে না। দেশপ্রেম মানে নিজের দেশের মর্যাদা রক্ষা করা, কোনো বিদেশি গোষ্ঠীর হাতিয়ার হয়ে ওঠা নয়।
সবশেষে বলি-আমাদের স্লোগান হোক:
বাংলাদেশি পরিচয় মানেই শান্তি, মানবতা আর সত্যের পক্ষে দাঁড়ানো। বিশ্বাসঘাতক নয়, গর্বিত বাংলাদেশি হয়ে বাঁচুন।

বাংলাদেশি হয়ে দেশদ্রোহী কর্মকাণ্ড? —এক লজ্জার অধ্যায়
Leave a comment