শাহ্ জে. চৌধুরী
যুক্তরাষ্ট্রে বিমান ভ্রমণে পরিচয় যাচাইয়ের নিয়মে বড় পরিবর্তন আসছে। ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি থেকে REAL ID বা গ্রহণযোগ্য অন্য কোনো পরিচয়পত্র ছাড়া বিমানবন্দরে প্রবেশ করলে যাত্রীদের দিতে হবে ৮৪৫ অতিরিক্ত ফি। এই ফি নেওয়া হবে নতুন নিরাপত্তা যাচাই প্রক্রিয়া TSA Confirm.ID-এর মাধ্যমে পরিচয় নিশ্চিত করার জন্য। ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (TSA) জানিয়েছে, REAL ID প্রদর্শন বাধ্যতামূলক করার প্রস্তুতি দীর্ঘদিন ধরে চলমান। নতুন নিয়ম কার্যকর হলে REAL ID-এর বিকল্প হিসেবে কিছু নির্দিষ্ট পরিচয়পত্র গ্রহণ করা হবে, যাতে যাত্রীরা অতিরিক্ত ফি থেকে রেহাই পান।
REAL ID না থাকলে কোন পরিচয়পত্র ব্যবহার করা যাবে?
পাসপোর্ট কার্ড (মূল্য প্রায় ৮৩০)
পাসপোর্ট বুক
দুটিই ডোমেস্টিক ফ্লাইটে গ্রহণযোগ্য পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত হবে, এবং এগুলো থাকলে যাত্রীদের আর ৮৪৫ ফি দিতে হবে না।
আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে বাধ্যতামূলক, আন্তর্জাতিক রুটে ভ্রমণ করতে হলে অবশ্যই পাসপোর্ট বুক থাকতে হবে। পাসপোর্ট কার্ড আন্তর্জাতিক যাত্রায় গ্রহণযোগ্য নয়।
কেন এই পরিবর্তন?
TSA জানায়, নিরাপত্তার মান বাড়ানো এবং যাত্রী পরিচয় যাচাই আরও নির্ভুল করার লক্ষ্যেই REAL ID আইনকে কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। ২০০৫ সালে চালু হওয়া এই আইন বাস্তবায়নে বহুবার সময়সীমা পিছিয়েছে। এবার আর কোনো বিলম্ব নয়-এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
যাত্রীদের জন্য পরামর্শ
TSA যাত্রীদের যত দ্রুত সম্ভব REAL ID, পাসপোর্ট কার্ড বা পাসপোর্ট বুক সংগ্রহ করার পরামর্শ দিয়েছে, যাতে শেষ মুহূর্তে ঝামেলা ও অতিরিক্ত ব্যয়ের মুখোমুখি না হতে হয়।




