নিউ ইয়র্কের ব্রঙ্কসে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউ ইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। গত ৩১ মে সন্ধ্যায় ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে এ উপলক্ষে দোয়া-মাহফিল, আলোচনা সভা ও তবারক বিতরণ করা হয়।
‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউ ইয়র্ক সিটি’র সভাপতি সৈয়দ গৌছুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কৃষিবিদ মোহাম্মদ সোলায়মানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ডা. আব্দুস সবুর, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতেন, আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা ইমরান শাহ রন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের কর্মকর্তা আক্তাজ্জামান হ্যাপী, মাইনউদ্দিন নটু, ফুল মিয়া, রুমা আক্তার, জুয়েল শিকদার, নারী নেত্রী মেহের চৌধুরী, জুলি রহমান প্রমুখ।

জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালন
Leave a comment