নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসে ডাইভারসিটি প্লাজা সংলগ্ন একটি রেস্টুরেন্টের দেয়ালে আঁকা ‘সেলিব্রেশন অব ডাইভারসিটি: মেমোরি অব বাংলাদেশ’ শীর্ষক ম্যুরালটি ঢাকা পড়েছে বাংলাদেশি মালিকানাধীন একটি হোমকেয়ারের বিজ্ঞাপনে।
রেস্টুরেন্টটির মালিক বাংলাদেশি হলেও ভবনটির মালিক একজন পাকিস্তানি। রেস্টুরেন্ট মালিক একবারও ভাবেননি তার মাতৃভ‚মির কৃষ্টি-সংস্কৃতির কথা। মূল্যায়ন করেননি একজন শিল্পীর শিল্পকর্মকে। তিনি দেয়াল ভাড়া দিয়েছেন।
গত বছর ১৯ মে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ ম্যুরাল উদ্বোধন করেন সিটি কাউন্সিল মেম্বার শেখর কৃষ্ণান। ম্যুরালটিতে বাংলাদেশের চিরায়ত প্রাকৃতিক সৌন্দর্য্য তুলে ধরেছেন শিল্পী জিহান ওয়াজেদ। উদ্বোধনের পর প্রতিদিনই অসংখ্য মানুষ ভীড় করছেন ম্যুরালটি দেখতে। অনেকে ছবি দিচ্ছেন ফেসবুকে। ম্যুরালটির উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগা, জেসিকা রোজাস প্রমুখ।
নগরবাসীর মানসিক উৎকর্ষতা ও সৌন্দর্য্য বৃদ্ধির জন্য নির্ভইয়র্ক সিটি কর্তৃপক্ষ সরকারী বেসরকারী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, হাসপাতাল ও বিনোদন কেন্দ্রে ম্যুরাল তৈরি করছে। কোন বেসরকারী প্রতিষ্ঠান বা ব্যক্তি উদ্যোগে ম্যুরাল তৈরি করলেও সিটি কর্তৃপক্ষ তাতে সব ধরনের সহযোগিতা প্রদান করে থাকে।
‘মেমোরি অব বাংলাদেশ’ শীর্ষক ম্যুরালটি ধ্বংস করা হচ্ছে। এটি একটি নিন্দনীয় কাজ।