ভার্জিনিয়া সংবাদদাতা: বাংলাদেশী আমেরিকান আইটি প্রফেশনালস এসোশিয়েশন বা বাইটপো’র ফাদার্স ডে ২০২৪ উদযাপন করেছে। ভার্জিনিয়ার উডব্রিজে বাইটপোর সভাপতি সামছুদ্দীন মাহমুদ ও কার্যকরী সদস্য স্যাম রিয়ার সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে ফাদার্স ডে ২০২৪ উদ্ভোধন করেন সাবেক মন্ত্রীপরিষদ সচিব ও বিশ্ব ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক সফিকুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ও সাউথ এশিয়া পার্সপেকটিভসের নির্বাহী সম্পাদক মুশফিকুল ফজল আনসারী, ব্যবসায়ী নিক রোয়ান, কাজী টি ইসলাম, জাহিদ খান, কবির পাটোয়ারী, পারভীন পাটোয়ারী, হাসান চৌধুরী, তানভীর হাসান, ইঞ্জিনিয়ার মিজানর রহমান, শাহেদা আবেদীন, ইলিয়াস ভুইয়া লিটন, মাসুদ হোসেন, কামরুল ইসলাম কামাল, শামীমা সেলিমুদ্দীন, সায়েদ রহমান, তৈয়ুবুর হাসান, রাশেল সারা খান ও আবদুল কাইয়ুম প্রমুখ। সার্বিক দায়িত্বে ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক হাবীবউল্লাহ ভুইয়া কচি, সহ সভাপতি সাইফুল্লাহ খালেদ, টেজারার মোহাম্মদ রশীদ ও সহ ট্রেজারার মিজানুর রহমান।