রূপসী বাংলা প্রতিনিধি, আসাম থেকে: নিউ ইয়র্ক ভিত্তিক সেবামূলক প্রতিষ্ঠান শাহ ফাউন্ডেশন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে গত কয়েকদিনের টানা বর্ষণে আকস্মিক বন্যায় দুর্দশার শেষ নেই। এরই মধ্যে বন্যায় মৃতের সংখ্যা ৯০ জন ছাড়িয়েছে। এখনও অনেকেই নিখোঁজ। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৪২ লাখেরও বেশি।
বিভিন্ন উপদ্রæত এলাকায় পানিবন্দি অবস্থায় রয়েছেন অন্তত ২২ লাখ ৭৫ হাজার মানুষ। রাজ্যটির ৩৩ জেলার মধ্যে ২৭টিতেই বন্যার পানি ঢুকেছে, প্লাবিত হয়েছে ৫ হাজার ১৩৭টিরও বেশি গ্রাম। সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে ৫০ হাজার হেক্টর জমির ফসল। মারা গেছে হাজার হাজার গবাদি পশু ও হাঁসমুরগি। রাজ্যের বিভিন্ন জেলায় ক্ষয়ক্ষতি হয়েছে সেতু, রাস্তাঘাট এবং অবকাঠামোরও।
এ অবস্থায় এবার আসামের বন্যা দুর্গত এলাকার অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক সেবামূলক প্রতিষ্ঠান শাহ্ ফাউন্ডেশন। আসামের কানাইবাজার এলাকায় বিতরণ করা হয়েছে দুইশ’রও বেশি মধ্য ও নি¤œমধ্যবিত্ত বানভাসি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী। আজ শাহ্ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি শাহ্ জে. চৌধুরীর উদ্যোগ ও সহযোগিতায় এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
এ প্রসঙ্গে শাহ্ জে. চৌধুরী বলেন, বিভিন্ন বিপর্যয় আর দুর্যোগে শাহ্ ফাউন্ডেশন চেষ্টা করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর। তারই ধারাবাহিকতায় এবার আসামের বন্যা দুর্গতদের মাঝে শাহ্ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই খাদ্য সহায়তা উপহার হিসেবে দেওয়া হয়েছে। যদিও এই প্রচেষ্টাকে খুবই অপ্রতুল বলে উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে বানভাসি একটি পরিবার যদি একদিনও সচ্ছলভাবে কাটাতে পারেন তবেই ফাউন্ডেশনের এই উদ্যোগ সার্থক হবে। তিনি আরও বলেন, এটি কোনও সহায়তা নয়। এই উদ্যোগ মানুষের প্রতি শাহ্ ফাউন্ডেশনের ভালোবাসার নিদর্শন যা আগামীতেও চলমান থাকবে।
খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইবাজার আছিমগঞ্জের সাবেক সভাপতি মো. আমিরুল হক কমিউনিটি অ্যাক্টিভিস্ট মো. মারুফ আহমেদ এবং ডেউবাড়ির জামিয়া ইসলামিয়া হানিফিয়া মাদ্রাসার অধ্যক্ষ ক্বারী নজরুল ইসলাম রহমানী।