অন্যান্য বছরের মত এবারও পবিত্র রমজানে নিউ ইয়র্কের মসজিদে মসজিদে ইফতার আয়োজনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর, যুক্তরাষ্ট্র সুপ্রিমকোর্টের লাইসেন্সপ্রাপ্ত অ্যাটর্নি ও কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট অ্যাট লার্জ এটর্ণী মঈন চৌধুরী।
নিউ ইয়র্ক সিটির বাংলাদেশিদের পরিচালনায় বিভিন্ন মসজিদে বাংলাদেশি বংশোদ্ভুত আমেরিকান এই অ্যাটর্নির আয়োজনে রমজানের প্রথম দিন থেকে রোজাদার ধর্মপ্রাণ মুসলমানদের আপ্যায়িত করা হচ্ছে ইফতার ও নামজের পর নৈশভোজের মাধ্যমে দিয়ে।
ইতোমধ্যেই তিনি আবু হুরায়রা মসজিদ (এলমার্স্ট জ্যাকসন হাইটস), রিয়াজুল জান্নাহ মসজিদ, বায়তুল জান্নাত জামে মসজিদ (ব্রুকলিন), ফুলটন জামে মসজিদ (ব্রুকলিন), ইষ্ট এলমহাষ্ট জামে মসজিদ, মসজিদ আল কোবা (জ্যামাইকা), ফুলতলি জামে মসজিদ ও ব্রুকলিনের হযরত বিলাল (র.) জামে মসজিদসহ বেশ ক’টি মসজিদে ইফতারির ব্যবস্থা করেছেন। প্রতি বছরের মত এবারও পুরো রমজান মাসে তার এই প্রচেষ্ঠা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তাঁর সহযোগীরা।
এছাড়াও আগামী ২২ এপ্রিল দিবাগত রাতে ইষ্ট এলমহাষ্টের আবু হুরায়রা জামে মসজিদে ২৩ রমজানের সেহরীর আেয়াজন করেছেন এটর্ণী মঈন চৌধুরী। তবে সেহরী মাহফিলের ব্যবস্থাপনায় থাকছেন আমেরিকান বাংলাদেশী কম্যুনিটি হেলপ -এবিসিএইচ গ্রুপ।