সুইডেনের রাজধানী স্টকহোমে আয়োজিত এক সেমিনারে এ দাবি জানানো হয়। বিদেশে বসবাসকারীদের বাংলাদেশে থাকা সম্পদসহ নানা স্বার্থ সুরক্ষায় বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ-এইচআরপিবি।
সুইডেনের রাজধানী স্টকহোমে গত শনিবার এক সেমিনারে এ দাবি জানানো হয়।
এইচআরপিবি সুইডেন শাখার সভাপতি গোলাম রব্বানির সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রেসিডেন্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। সেমিনার পরিচালনা করেন এইচআরপিবি সুইডেন শাখার উপদেষ্টা ফকরুদ্দিন আহমেদ।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী হাফিজ চৌধুরী, খুরশেদ আলম চৌধুরী, এইচআরপিবির সুইডেন শাখার সম্পাদক মীর মোয়াল্লেম হোসেন, উপদেষ্টা লিয়াকত হোসাইন, উপদেষ্টা মনজুরুল হক ইলিয়াস এবং প্রচার সম্পাদক আয়নুল হক।
অনুষ্ঠানে বক্তারা মানবাধিকার, পরিবেশ ও প্রবাসীদের সুরক্ষায় বিশেষ ভ‚মিকা রাখার জন্য এইচআরপিবি প্রেসিডেন্ট মনজিল মোরসেদকে ধন্যবাদ জানান।
তারা দেশে বিনিয়োগ করতে চান, কিন্তু আইনি জটিলতা, আমলাতান্ত্রিক জটিলতা, নিরাপত্তাহীনতা, অনিশ্চয়তা এবং অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণে বিনিয়োগে সাহস পাচ্ছেন না বলে বক্তব্যে তুলে ধরেন।
প্রশাসনের নানা পর্যায়ের দুর্নীতির কারণে প্রবাসীরা দেশে বিনিয়োগ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অভিযোগ করে বক্তারা বলেন, প্রবাসীদের আইনি অধিকার প্রতিষ্ঠায় বিশেষ ট্রাইব্যুনাল গঠিত হলেই তারা দেশে বিনিয়োগে উৎসাহী হবেন।

সুইডেনে প্রবাসীদের স্বার্থ সুরক্ষায় ট্রাইব্যুনাল গঠনের দাবি এইচআরপিবির
Leave a comment