নিউ ইয়র্কে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কীভাবে বাংলা বানান এবং বাক্য ব্যবহারে শুদ্ধতা আনা যেতে পারে, এ ব্যাপারে একটি মতবিনিময় সভার আয়োজন করে গাইবান্ধা সোসাইটি অব আমেরিকার। গত ৮ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের পার্টি হলে এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রচন্ড তুষারপাত ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক সংগঠনের প্রতিনিধি অংশ নেন। সংগঠনের সাধারণ সম্পাদক রেজা রহমান স্বাগত বক্তব্য রাখেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেমোক্র্যাটিক ডিস্ট্রিক্ট লিডার ড. দিলীপ নাথ।
গাইবান্ধা সোসাইটি অব আমেরিকার সভাপতি সনজীবন কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি নিউ ইয়র্ক কনসুলেটের কাউন্সিলর ও দূতালয় প্র ধান ইসরাত জাহান। মতবিনিময় করেন পরিচয় পত্রিকার সম্পাদক নাজমুল আহসান,এনওয়াই প্রতিদিন সম্পাদক লাভলু আনসার, মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু, সাংবাদিক ও কলামিস্ট শিতাংশু গুহ, রাজনীতিক মুজাহিদ আনসারী, একুশে চেতনা পরিষদ সভাপতি ড. ওবায়েদুল্লাহ মামুন, সাবেক ছাত্রনেতা আলী হাসান কিবরিয়া অনু,সাংস্কৃতিক কর্মী মিনহাজ আহমেদ সাম্মু ও সাংস্কৃতিক গোপাল সান্যাল, সংগঠক ও কমিউনিটির নেতা জাকির হোসেন বাচ্চু, সাহিত্য একাডেমির পরিচালক মোশাররফ হোসেন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের সাধারণ সম্পাদক কল্লোল দাশ, প্রজ্ঞা ডেলি অনলাইন এবং প্রজ্ঞ মাসিক পত্রিকার সম্পাদক উত্তম কুমার সাহা ও নির্বাহী সম্পাদক মুনমুন সাহা, প্রজ্ঞা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পলাশ ঘোষ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জ্যামাইকা সংসদের সাধারণ সম্পাদক হিরো চৌধুরী, সংগঠক মন্জুরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের অর্থ সম্পাদক দিলীপ মোদক। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রতিমা সরকার ও ফাহমিদা চৌধুরী। -প্রেস বিজ্ঞপ্তি