বাংলাদেশ সোসাইটি এবার নিউ ইয়র্কে ‘বাংলাদেশ ডে প্যারেড’ আয়োজনের উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ ডে প্যারেড ১৩ এপ্রিল রোববার এই প্যারেড অনুষ্টিত হবে। এতে ১৫/২০ হাজার প্রবাসী বাংলাদেশীর সমাবেশ এবং প্রবাসের অর্ধ শতাধিক সংগঠন অংশ নেবে বলে আশা করছেন উদ্যোক্তারা। প্যারেডে গ্র্যান্ড মার্শাল থাকবেন বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ গ্রুপের কর্ণধার লায়ন শাহ নেওয়াজ আর প্রধান উপদেষ্টা মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক গিয়াস আহমেদ। প্যারেড উপলক্ষ্যে আয়োজিত ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে বিস্তারিত তুলে ধরা হয়।
জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে গত ২৬ ফেব্রুয়ারি বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফাহাদ সোলায়মান। সংবাদ সম্মেলনে সোসাইটির ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান ও সাবেক সভাপতি এম আজীজ, সভাপতি আতাউর রহমান সেলিম, সহ সভাপতি কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ব্রঙ্কসের কমিউনিটি বোর্ড চেয়ার এডভোকেট এন মজুমদার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট কাজী আজম, বিশিষ্ট ব্যবসায়ী আবুল ফজল দিদারুল ইসলাম, বাংলাদেশী পুলিশ এসোসিয়েশন (বাপা)-এর সবঅপতি এরশাদুল সিদ্দিক, নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইউএসএ’র (একাংশ) সভাপতি আতাউল আলম ও সাধারণ সম্পাদক আশরাফ আহমেদম রিয়েল এস্টেট ইনভেস্টর নূরুল আজীম প্রমুখ। সংবাদ সম্মেলন পরিচালনা করেন ফাহাদ সোলায়মান ও সোসাইটির সাবেক কর্মকর্তা জে মোল্লা সানি।
সংবাদ সম্মেলনে উপস্থিত কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দর তাদের মতামত তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
উল্লেখ্য, সংবাদ সম্মেলনে উপস্থিত সোসাইটির ট্রাষ্টি বোর্ড চেয়ারম্যান এম আজীজ শেষ পর্যায়ে ফ্লোর নিয়ে অভিযোগ তুলে বলেন, সোসাাইটির আজকের অবস্থানে অনেক প্রবাসীর অবদান রয়েছে। সোসাইটির ট্রাস্টি বোর্ড রয়েছে। এই বোর্ডের সাথে আলোচনা না করেই প্যারেড অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং কিভাবে প্যারেডের গ্র্যান্ড মার্শাল ও প্রধান উপদেষ্টা মনোনীত হয়েছে তা জানতে চান। তিনি বলেন, সোসাইটি ভবন আমি রক্ষা করেছি। সোসাইটির অনেক অভিভাবক রয়েছে। প্রশ্ন তুলেন তারা কোথায়। এম আজীজের প্রতিত্তুরে সভাপতি আতাউর রহমান সেলিম বলেন, এম আজীজের প্রশ্ন সংবাদ সম্মেলনের প্রশ্ন নয়, এটা সোসাইটির অফিসে আলোচনার বিষয় উল্লেখ করে বলেন, আমরা সবার সহযোগিতা চাই, সবাইকে আমরা সম্মান-মর্যাদা দিতে চাই। এসময় এম আজীজের সাথে সেলিমের একটু বাদ-বিতণ্ডাও হয়